বিল বকেয়া: ৩০০০ গ্রাহকের সংযোগ কাটছে তিতাস


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: November 14, 2022 12:49:13 | Updated: November 14, 2022 17:36:38


বিল বকেয়া: ৩০০০ গ্রাহকের সংযোগ কাটছে তিতাস

বার বার সতর্ক করার পরও বকেয়া বিল না পেয়ে ঢাকার তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস।

সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে বলে তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম জানান।

তিনি বলেন, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না।

“আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিনে এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।”

গ্যাস সঙ্কটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি শিল্প ও কলকারাখানা স্থবির হয়ে পড়েছে। এ সঙ্কটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া নিয়েও আলোচনা হচ্ছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন। এক দিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে।

Share if you like