Loading...
The Financial Express

বিটিসিএল ঘুরে দাঁড়িয়েছে : লোকসান কাটিয়ে লাভ করেছে পৌণে ৭ কোটি টাকা

| Updated: November 26, 2022 16:19:11


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পনি লিমিটেড (বিটিসিএল) লাভজনক প্রতিষ্ঠান হিসাবে ঘুরে দাঁড়িয়েছে। 

একটানা ১৫ বছর যে প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছে, এখন সেই প্রতিষ্ঠানটিই  লোকসা কাটিয়ে লাভের মুখ দেখছে। বিটিসিএল ২০২১-২২ অর্থবছরে লোকসান কাটিয়ে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা। 

বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবনে অনুষ্ঠিত বিটিসিএল’র বার্ষিক সাধারণ সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বারকে এ তথ্য জানানো হয়। খবর বাসস এর। 

বিটিসিএল’র বোর্ড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান এবং বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিনসহ বোর্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

আজ শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়, ২০০৭ -২০০৮ অর্থ বছরে বিটিসিএল’র লোকসান ছিলো প্রায় ৩শ’৫০ কোটি টাকা। তারও আগে লোকসানের পরিমান ছিলো প্রায় ৫শ’ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরেরও বিটিসিএলের লোকসান ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-’২২ অর্থবছরে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা। 

Share if you like

Filter By Topic