Loading...
The Financial Express

বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

| Updated: December 14, 2022 16:27:26


বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

বিজয় দিবসে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারের আশেপাশের এলাকাসহ ঢাকায় বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাফিক ব্যবস্থাপনার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সকল যানবাহনকে ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিচের সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের পরামর্শ দেওয়া হল-

>> সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেইট, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

>> শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত।

>> মহাখালী, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

>> লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

>> সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দেশনা

>> বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে পাওয়া সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড শিল্ডের দৃশ্যমান স্থানে দেখাতে হবে।

 

>> সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনকে বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে হবে। ট্রাফিক পুলিশ নির্দেশিত স্থানে গাড়ি রাখতে হবে।

 

>> শুধু সব-১ স্টিকার সংযুক্ত গাড়ি, সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল বা সমমর্যাদা ও তদনিম্ন সকল কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বা সমমর্যাদা ও তার নিচের সকল কর্মকর্তাদের সেনাবাহিনীর অভ্যন্তরের গেট ব্যবহার করে ৩ নম্বর পার্কিং লটে গাড়ি রাখার জন্য বলা হয়েছে।

>> এছাড়া সব স্টিকার সম্বলিত গাড়ি সামরিক বাহিনীর লেফটেনেন্ট জেনারেল ও সমমর্যাদা, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, অবসরপ্রাপ্ত লেফলেনেন্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তা, মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন এবং সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা সেনাবাহিনীর অভ্যন্তরে গেট ব্যবহার করে ৪ নম্বর পার্কিং লটে গাড়ি পার্কিং করবেন।

>> যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি গাড়ির চালকের মোবাইল নম্বর গাড়ির উইন্ড শিল্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

>> আমন্ত্রিত অতিথিদের স্টিকার যুক্ত গাড়ি বিজয় সরণি ক্রসিং বা উড়োজাহাজ ক্রসিং বা প্রতিরক্ষা গ্যাপ এবং মিরপুর ১০ নম্বর ক্রসিং হতে জাতীয় প্যারেড স্কয়ার মাঠে প্রবেশ করানোর অনুরোধ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় সৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথি সাভার স্মৃতি সৌধে যাতায়াত করবে।

১৫ ডিসেম্বর রাত সাড়ে ৩টা থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ি গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইভাবে আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহন নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে। এ ছাড়া টাঙ্গাইল হতে আগুলিয়া হয়ে ঢাকামুখী যানবাহনসমূহ কালিয়াকৈর থেকে গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের কথা বলা হয়েছে।

Share if you like

Filter By Topic