Loading...
The Financial Express

বিএনপির মহানগরের নেতারা কেউ বাসায় থাকতে পারছেন না: মির্জা আব্বাস

| Updated: December 05, 2022 21:26:11


বিএনপির মহানগরের নেতারা কেউ বাসায় থাকতে পারছেন না: মির্জা আব্বাস

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরির জন্য ক্ষমতাসীন দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা বিভাগীয় সমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান উপদেষ্টা মির্জা আব্বাস।

সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের মহানগরের নেতারা কেউ বাসায় থাকতে পারছেন না। সরকার এরকম সন্ত্রাসমূলক আচরণ করে ঢাকায় একটা দুরাবস্থা সৃষ্টি করেছে। কিন্তু কর্মীরা ভীত নয়।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আমরা সরকারের দমনপীড়ন ও যে কোনো রকম সন্ত্রাস মোকাবিলা করেই আমাদের সমাবেশ সফল করব ইনশাল্লাহ। সরকারের কাছে আহ্বান, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করার কাজে কোনো বাধার সৃষ্টি করবেন না।

পুরান ঢাকায় সমাবেশের লিফলেট বিতরণের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনার নিন্দা জানান মির্জা আব্বাস।

আব্বাস দাবি করেন, শাজাহানপুরে তার নিজের বাসাও আইনশৃঙ্খলা বাহিনী সকালে ঘেরাও করেছিল।

বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশ করতে চায় নয়া পল্টনে, কিন্তু সরকার বলছে সোহরাওয়ার্দী উদ্যানে করতে। এ নিয়ে টানাপড়েনের মধ্যে বিএনপির পক্ষ থেকে রোববার জানানো হয়েছিল, ‘গ্রহণযোগ্য বিকল্পপেলে তারা তা বিবেচনা করতে পারে।

নয়া পল্টনের বাইরে সেই বিকল্প জায়গা কী হতে পারে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, “সোহওয়ার্দী উদ্যান আর তুরাগ পাড় ছাড়া ঢাকার ভেতরে সন্তোষজনক কোনো স্থান তারা যদি আমাদেরকে বলতে পারে, তাহলে আমরা চিন্তা করে দেখব।

 

Share if you like

Filter By Topic