বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন ব্যবস্থাপনা কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয়, বরং আগের মতো ঢাকায় সৌদি আরব দূতাবাসই করবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার দূতাবাসের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে দূতাবাসের সাথে বায়রা প্রতিনিধিদের আলোচনা হয়।
“সেখানে ফাইনালাইজ হইছে যে (পাসপোর্ট) বই আমরা কোনো শাপলা সেন্টার-টেন্টার না, সৌদি দূতাবাসেই জমা দিব। উনারা বলে দিয়েছেন, সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা হবে।”
বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন ব্যবস্থাপনার দায়িত্ব দূতাবাসের পরিবর্তে ‘শাপলা সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানকে দেওয়ার বিরোধিতা করে আসছে বায়রা।
এর মধ্যে ৭ অক্টোবর একটি চিঠিতে সৌদি দূতাবাস জানায়, শাপলা সেন্টার নয়, আগের মতো দূতাবাসেই ভিসা আবেদন গ্রহণ করবে তারা।
সেই সিদ্ধান্ত জানানোর আট দিন পর শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে বায়রা। সেখানে বলা হয়, শাপলা সেন্টার নয়, দূতাবাসেই তারা পাসপোর্ট জমা দিতে চান।
নিজেদের দাবি পূরণ না হলে সৌদি কর্তৃপক্ষের কাছে কর্মীদের পাসপোর্ট জমা বন্ধ করার হুমকিও দেওয়া হয় ওই সংবাদ সম্মেলনে।
“৭ তারিখ নোটিস দেওয়ার পরে গত বৃহস্পতিবারে আমাদের লোকজন যারা গেছে, গেইট থেকে তাদেরকে উনারা বলে দিছে যে শাপলা সেন্টারে আগামী শনিবার থেকে পাসপোর্ট জমা নিবেন।”
‘শাপলা গ্লোবাল সার্ভিসেস’ নামে একটি প্রতিষ্ঠান ১২ তারিখে আরেকটি নোটিস পাওয়ার কথা জানায় জানিয়ে আবুল বাশার বলেন, “ওরা একটা চিঠি দিছে আমাদেরকে যেখানে লেখা আছে যে পাসপোর্টগুলা ১৫ তারিখ থেকে শাপলা সেন্টারে জমা দেওয়ার জন্য। আমরা ওখানে কেন পাসপোর্ট জমা দেব? সেটার জন্যই আমাদের প্রতিবাদ সভা ছিল।”
বেসরকারি প্রতিষ্ঠানটির নামের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “আমরা বলতেছি, শাপলা সেন্টার। কিন্তু তারা এটার নাম দিছে শাপলা গ্লোবাল সার্ভিস।”