Loading...
The Financial Express

বাংলাদেশের কাছে হারের ম্যাচে ভারতের বড় অঙ্কের জরিমানা

| Updated: December 05, 2022 20:23:25


বাংলাদেশের কাছে হারের ম্যাচে ভারতের বড় অঙ্কের জরিমানা

খুব কাছে গিয়েও জয় হারিয়ে ফেলার ক্ষত হয়তো এখনও দগদগে ভারতের। এর মধ্যেই নুনের ছিটা হয়ে এলো আইসিসির শাস্তি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মন্থর ওভার রেটের জন্য জরিমানা গুণতে হচ্ছে রোহিত শর্মাদের। 

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ভারতীয় ক্রিকেটারদের এই শাস্তির খবর জানায় আইসিসি। ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা দিতে হবে দলের সবাইকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে জয়ের দুয়ার থেকে ১ উইকেটে হেরে যায় রোহিত শর্মার দল। তাদের ১৮৬ রান তাড়ায় ৯ উইকেট হারিয়ে ৪৬ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। 

এই ৪৬ ওভার করতেই নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল সফরকারীরা। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য জরিমানা গুনতে হয় ম্যাচ ফি’র ২০ শতাংশ। সেই হিসেবে ভারতের ক্রিকেটাররা হারান ম্যাচ ফি'র ৮০ শতাংশ। 

ভারতীয় অধিনায়ক রোহিত নিজেদের দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।  

মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেলের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন আইসিসি ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। 

Share if you like

Filter By Topic