Loading...
The Financial Express

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথাব্যথা শুরু হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

| Updated: October 09, 2022 13:29:26


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথাব্যথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাঙালি জাতি গণতন্ত্র-মানবাধিকারের জন্য রক্ত দেওয়া জাতি। তাই নির্বাচন-গণতন্ত্র-মানবাধিকার নিয়ে কারও পরামর্শ প্রয়োজন নেই।

শনিবার দুপুরে সিলেটের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের ফ্যাসিলিটিজ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

উন্নত দেশে যেভাবে খুন বা বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “পশ্চিমা দেশগুলোতে স্কুলে হামলা হয়, শপিংমলে হামলা হয়, প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যা হয় সেগুলো নিয়ে কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থুল পড়ে যায়।

“বাংলাদেশে কালেভদ্রে দু-একটি দুর্ঘটনা ঘটে, এটাও দুঃখজনক। সরকার কোনো বিচারবহির্ভূত হত্যা, গুম চায় না। এ বিষয় নিয়ে খুব কঠোর অবস্থান রয়েছে। কেউ কোনো ঘটনা ঘটালে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, “বাংলাদেশের গণমাধ্যমগুলো যারা এই দেশ সম্পর্কে কোনো ধারণা রাখে না তাদের কাছে আমাদের দেশের অভ্যন্তরের বিষয়গুলো জানতে চান। তাদের কাছে জানতে চাওয়া দুঃখজনক।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

Share if you like

Filter By Topic