তেহরান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আসা লুফথানজার একটি উড়োজাহাজের চাকার খোলে মৃতদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জার্মান দৈনিক বিল্ডের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফ্লাইট এলএইচ ৬০১ এর যাত্রীরা নেমে যাওয়ার পর রক্ষণাবেক্ষণের জন্য সেটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়, সেখানেই কর্মীরা লাশটি দেখতে পায়। লুফথানজার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ কারণে শুক্রবার ফ্লাইটটির সূচী বাতিল করা হয়েছে।
লুফথানজা ও জার্মানির ফেডারেল পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি আর মন্তব্য নেওয়া জন্য ফ্রাঙ্কফুর্ট পুলিশের কারও সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
ইরানে পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনির মৃত্যু নিয়ে চলা ব্যাপক বিক্ষোভের মধ্যে এ ঘটনাটি ঘটল। মাথায় ঠিকমতো হিজাব না পরায় কারণে তেহরানের নীতি পুলিশ আমিনিকে আটক করার পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।