বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান বুশরাকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বুশরাকে এদিন আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা। তিনিই রিমান্ডের পক্ষে আদালতে শুনানি করেন।
বুশরার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। কাঠগড়ায় দাঁড়ানো এই তরুণীর কাছে বিচারক জানতে চান, তারা কোনো আইনজীবী উপস্থিত আছেন কি না।
বুশরা উত্তরে শুধু বলেন– “না।”শুনানির বাকিটা সময় তিনি চুপচাপ ছিলেন। আইনজীবী না থাকায় তার পক্ষে কেউ রিমান্ডের বিরোধিতাও করেননি।
বিস্তারিত আসছে…