Loading...
The Financial Express

ফাইনালের আগে ফ্রান্স দলে অনেকে অসুস্থ

| Updated: December 17, 2022 17:29:31


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্বকাপ ফাইনালের আগে ফ্রান্স শিবিরে দুর্ভাবনা বেড়ে চলেছে। শুক্রবার অসুস্থ হয়ে পড়েছেন দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে।

ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এ দিন জানায়, দলের বেশ কয়েক জন খেলোয়াড় সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন।

অসুস্থতার কারণে গত বুধবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জেতা সেমি-ফাইনালে খেলতে পারেননি সেন্টার-ব্যাক দায়দ উপেমেকানো ও মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।

ম্যাচের পর কোচ দিদিয়ে দেশম বলেছিলেন, অসুস্থতা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তারা সতর্কতা অবলম্বন করছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওই ম্যাচে বদলি নেমে দলের দ্বিতীয় গোলটি করা স্ট্রাইকার রন্দাল কোলো মুয়ানি শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, অসুস্থ খেলোয়াড়দের আলাদা রাখা হয়েছে।

“কিছুটা ফ্লু ছড়িয়ে পড়েছে, তবে গুরুতর কিছু নয়। তারা শিগগিরই সুস্থ হয়ে উঠবে এবং রোববারের জন্য প্রস্তুত থাকবে।”

“যারা অসুস্থ তারা নিজেদের ঘরে আছে, চিকিৎসকরা তাদের যত্ন নিচ্ছেন এবং আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি। এক্ষেত্রে আমরা খুব সতর্ক।”

ডিফেন্ডার থিও এরনঁদেজের হাঁটুতে ও মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির নিতম্বে সামান্য চোট আছে। এফএফএফ জানিয়েছে, এই দুজন শুক্রবারের অনুশীলনে ছিলেন না। তারা ইনডোরে কাজ করেছেন।

টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববারের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Share if you like

Filter By Topic