Loading...
The Financial Express

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

| Updated: December 15, 2022 12:51:02


প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে ৩৭ হাজার ৫৭৪ জনকে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বুধবার বিকালে এ ফল প্রকাশ করা হয়। এছাড়া উত্তীর্ণরা এসএমএসের মাধ্যমেও ফল পাচ্ছেন।

নির্বাচিত প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সনদের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের ৩টি অনুলিপি, যথাযথভাবে পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম, সিভিল সার্জনের দেওয়া স্বাস্থ্য পরীক্ষার সনদসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০২০ সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

সেই নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুরু হয় গত ২২ এপ্রিল। তিন ধাপের লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা হয়।

গত ১২ অক্টোবর তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষে বুধবার ফল প্রকাশ হল।

Share if you like

Filter By Topic