প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে সাবরিনার আবেদন খারিজ


এফই অনলাইন ডেস্ক | Published: November 22, 2022 19:46:12 | Updated: November 23, 2022 17:16:45


ফাইল ছবি (সংগৃহীত)

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার দায়ে দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা চৌধুরী কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে আবেদন করলেও তা খারিজ হয়ে গেছে। 

বরখাস্ত এই সরকারি চিকিৎসক যে আবেদন করেছিলেন, মঙ্গলবার ঢাকার আদালতে তার শুনানির দিন ধার্য ছিল। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাগার থেকে ডা. সাবরিনাকে আদালতে হাজির করা হয়। তবে তার আইনজীবী শুনানি করেননি। এজন্য অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আবেদনটি নামঞ্জুর করেন।” 

গত ১৭ নভেম্বর কারাগারে থাকা সাবরিনার পক্ষে তার আইনজীবী প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে আবেদন করেছিলেন। সাবরিনার উপস্থিতিতে শুনানির আবেদনও করেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তোফাজ্জল হোসেন ২২ নভেম্বর সাবরিনাকে আদালতে হাজিরের নির্দেশ দেন। 

তথ্য গোপন করে নিজের দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র করার অভিযোগে সাবরিনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা মামলায় মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। 

তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ জন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ২২ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন। 

২০২০ সালের ৩০ অগাস্ট সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া।

চলতি বছরের ১৯ জুলাই ঢাকার বিচারক তোফাজ্জল হোসেন জাল কোভিড সনদ দেওয়ার মামলায় সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরীসহ ছয়জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। 

Share if you like