অনেক আকাঙ্ক্ষার মেট্রোরেল যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হলেও পশুপ্রেমীদের জন্য থাকছে একটি খারাপ খবর।
‘পোষা প্রাণী নিয়ে কেউ মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন না’–এমন বিধিনিষেধ দিয়ে রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেন উদ্বোধন করবেন। এরপর বৃহস্পতিবার থেকে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে।
মঙ্গলবার মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি বিধিনিষেধ লিখে রাখা হয়েছে দেয়ালে। এর মধ্যে সবার আগেই রয়েছে পোষা প্রাণীদের বিষয়ে সতর্কতা।
কাউন্টার প্লাজার দ্বিতীয় তলায় রাখা সতর্কবার্তায় বলা হয়েছে, মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না। বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না। প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া দাওয়াও নিষেধ। প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না।
দেশের প্রথম এই শহুরে ট্রেনে পরিভ্রমণের ক্ষেত্রে কিছু নিয়ম আগেই জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে- মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না এবং নিচু স্বরে কথা বলতে হবে।