শক্তি-সামর্থ্য আর ফিফার র্যাঙ্কিংয়ের হিসেবে তো বটেই, ইতিহাস-ঐতিহ্যেও পোল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। তবে লড়াইটা যখন বাঁচা-মরার, তখন স্নায়ুচাপ সামলানো মুশকিল হয়ে ওঠে। সঙ্গে ছোটখাটো কিছু বিষয়ও বড় হয়ে উঠতে পারে। দুই দলের খেলোয়াড়দের মাঝে তেমনি একটি পার্থক্যই লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের দুর্ভাবনার কারণ হতে পারে; খেলোয়াড়দের উচ্চতার তারতম্য।
আর্জেন্টিনা খেলোয়াড়দের গড় উচ্চতার দিক থেকে আসরের দ্বিতীয় ছোট দল (১.৭৮ মিটার)। তাদের প্রতিপক্ষ পোল্যান্ডের খেলোয়াড়দের গড় উচ্চতা (১.৮৪ মিটার), এই হিসেবে গড়ে লম্বা খেলোয়াড়দের নিয়ে গড়া দলগুলোর তালিকায় তারা সপ্তম স্থানে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মাঠের প্রায় সব পজিশনেই উচ্চতার দিক থেকে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে পোল্যান্ডের খেলোয়াড়রা। দলটির দুই ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি ও আর্কাদিউস মিলিক হতে পারেন আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সমস্যা। লেভানদোভস্কির উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি ও মিলিক ৬ ফুট ২ ইঞ্চি।
দীর্ঘদেহী এই দুই ফরোয়ার্ডকে সামলাতে তাই কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার রক্ষণের। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে পুরোটা সময় খেলেন রাইট-ব্যাক পাঁচ ফুট সাড়ে ৭ ইঞ্চি ইচ্চতার নাহুয়েল মোলিনা। মেক্সিকোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে আসছে ম্যাচে স্কালোনির পছন্দ হতে পারেন বিশ্বকাপে এখন পর্যন্ত না খেলা হুয়ান ফয়েথ, তার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।
সেন্টার-ডিফেন্ডার হিসেবে খেলার সম্ভাবনা বেশি নিকোলাস ওতামেন্দির, তার উচ্চতা ৬ ফুট। শুরুর একাদশে থাকতে পারেন ক্রিস্তিয়ান রোমেরোও, যার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। তবে এই হিসেবে সবার চেয়ে এগিয়ে ৬ ফুট ১ ইঞ্চি লম্বা হেরমান পেস্সেইয়া। সৌদি আরবের বিপক্ষে বদলি ও মেক্সিকোর বিপক্ষে পুরো সময খেলা লিসান্দ্রো মার্তিনেসের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
মাঝমাঠের চিত্রটাও অনেকটা একই। এখানেও উচ্চতায় এগিয়ে পোল্যান্ড। আর্জেন্টিনার যেমন, মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি আর এনসো ফের্নান্দেস ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা। আর দুই পোলিশ মিডফিল্ডার জেগোস ক্রিখোভিয়াক ৬ ফুট ১ ইঞ্চি ও ক্রিস্টিয়া বেইলিক ৬ ফুট ২ ইঞ্চি লম্বা।
বল দখলের লড়াই থেকে শুরু করে ‘অব দা বল মুভমেন্ট’, সব জায়গাতেই তাই প্রতিপক্ষের লম্বা খেলোয়াড়দের বিপক্ষে ভিন্ন এক চ্যালেঞ্জের মুখে পড়বে আর্জেন্টিনা। বিষয়টি হয়তো ম্যাচের ভাগ্যও গড়ে দিতে পারে।
স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’গ্রপের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচটি।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোলিশরা। সৌদি আরবের সমান ৩ পয়েন্ট আর্জেন্টিনার, তবে গোল ব্যবধানে এগিয়ে তারা।
এই ম্যাচে ড্র করলেই চলবে পোল্যান্ডের। তবে অন্য ম্যাচের ওপর নির্ভরে না করতে হলে আর্জেন্টিনার জয়ের বিকল্প নেই।