পুতিন-শি বৈঠক ‘ডিসেম্বরের শেষে’


এফই অনলাইন ডেস্ক | Published: December 13, 2022 17:13:45 | Updated: December 13, 2022 20:13:21


ফাইল ছবি (সংগৃহীত)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি মাসের শেষদিকে বৈঠকে বসবেন এবং এ বছরের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন বলে রুশ দৈনিক ভেদোমোস্তি।

মঙ্গলবার তাদের প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে দুই প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকের তারিখ ও আলোচ্যসূচি ঠিক হয়ে আছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে, পেসকভ ভেদোমোস্তিকে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে ওই বৈঠকে দুই নেতার সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা কম বলে রুশ দৈনিকটিকে জানিয়েছে অনামা একটি সূত্র। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“বৈঠকের বিস্তারিত নিয়ে কাজ চলছে,” বলেছে সূত্রটি।

ইউক্রেইনে চলতি বছরের শুরুর দিকে রাশিয়া সেনা পাঠানোর পর থেকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়েছে।

চীন ইউক্রেইন যুদ্ধ নিয়ে উদ্বেগ জানালেও, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি। উল্টো রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্য আগের তুলনায় অনেক বাড়িয়েছে।

Share if you like