পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর যে আবেদন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করেছিল, তাতে সায় দেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
কমিশনের চেয়ারম্যান মো. আবদুল জলিল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, বিদুতের বাল্ক মূল্য হার পুনঃনির্ধারণ করা হচ্ছে না। এক্ষেত্রে আগের মূল্যহার অপরিবর্তিত থাকবে।
সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে দিয়েছিল বিইআরসি।