ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিহত মানজুরি তানভীর নিশি (৩২) নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন কাদের রূপনের (৩৮) স্ত্রী।
মানজুরি তানভির ক্রিকেটার সানজামুল ইসলাম নয়নের বোন বলে জানা গেছে।
সালাউদ্দিন কাদের রূপন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নমির উদ্দিন জানান, শুক্রবার সকালে ওই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫-২০ জন নৌকায় চড়ে পদ্মার বালুগ্রাম চরে পিকনিক করতে যান। দুপুরে পদ্মায় গোসল করতে নামেন তারা। এ সালাহউদ্দিন সম্পতি ও তাদের দুই সন্তান পানিতে ভেসে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দম্পতির দুই সন্তানকে জীবিত উদ্ধার করেন।
“পরে মানজুরি তানভীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তার স্বামী সালাউদ্দিনের সন্ধান মেলেনি।”
তিনি আরও জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী সদর স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেই অভিযান শুরু করে। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে পদ্মার তলদেশে উদ্ধার অভিযান চালানো হয়। সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।