যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণহীন একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে খাবার হোটেলে ঢুকে পড়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, কভার্ডভ্যানটি যশোর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে বেগারিতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে আবু তালেবের হোটেল ঢুকে পড়ে।
“এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। তারা সবাই সেখানে সকালে নাস্তা করছিলেন।”
নিহতরা হলেন– মণিরামপুর উপজেলার টুনিঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০) ও তার ছেলে তাহসিব হোসেন (৭), একই গ্রাসের শামসুর রহমান (৫৫) ও তার ভাইপো তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।
তাদের মরদেহ যাশের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে জানান ওসি।
এদিকে দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা যশোর-সাতক্ষীরা মহাসড়ক বন্ধ থাকে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন পলাশ এবং ওসি মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।