নতুন বছরের প্রথম অধিবেশনে বসেছে জাতীয় সংসদ; এটি চলমান একাদশ সংসদের একবিংশতম অধিবেশন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে সংসদের বৈঠক বসে।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, “এ অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির ভাষণ রয়েছে, ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। সংসদ সদস্যদের আলোচনায় সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে।”
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত রয়েছেন। প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা উপস্থিত থাকলেও বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এ অধিবেশনে নেই। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
দিনের কার্যসূচির শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। এবার রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সালমা চৌধুরী (মহিলা আসন-৩৪) এসেছেন সভাপতিমণ্ডলীতে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিততে তাদের মধ্যে অগ্রবর্তিজন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।
আইনমন্ত্রী আনিসুল হক এদিন ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ’ সংসদে উত্থাপন করেন। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ এবং আসন শূন্য করে গেজেট প্রকাশের বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।
এরপর আনা হয় শোক প্রস্তাব। এ সময় এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি সাড়ে ৪টায় সংসদ কক্ষে আসেন। বছরের প্রথম অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।