দেশে ফিরেছেন সাইফ ও সাব্বির


এফই অনলাইন ডেস্ক | Published: October 16, 2022 10:31:21 | Updated: October 16, 2022 17:14:01


দেশে ফিরেছেন সাইফ ও সাব্বির

লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারায় পূরণ হলো না স্বপ্ন। বিশ্বকাপ শুরুর আগেই তাই দেশে ফিরতে হলো পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমানকে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে গত ৩০ সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে দেশ ছেড়েছিলেন সাইফ ও সাব্বির। কিন্তু শুধু ত্রিদেশীয় সিরিজ খেলে ১৫ দিনের মধ্যেই তাদের ফিরে আসতে হলো দেশে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

বিশ্বকাপ শুরুর একদিন আগে শুক্রবার সাব্বির ও সাইফকে বাদ দিয়ে সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে দলে যোগ করে বাংলাদেশ।

আরব আমিরাতে গত মাসের সবশেষ এশিয়া কাপ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন সাব্বির। উদ্বোধনী জুটির সমস্যা সমাধানে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয় তাকে। সেখানে চার ম্যাচে মাত্র ৮৬.১১ স্ট্রাইক রেটে ৩১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাদ পড়া সাইফও দলে ফেরেন এশিয়া কাপ দিয়ে। এরপর পাঁচ ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে ওভার প্রতি ১০.৮৭ রান খরচ করে মাত্র তিন উইকেট নিতে পারেন তিনি। এই পাঁচ ম্যাচের তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে ছয় বল খেলে করেন ৪ রান।

Share if you like