Loading...
The Financial Express

দেশের প্রধান পুঁজিবাজারে প্রধান মূল্য সূচকের বড় পতন

| Updated: October 11, 2022 11:42:24


-ফাইল ছবি -ফাইল ছবি

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইএক্স কমেছে ১১৯ পয়েন্ট বা ১.৮২ শতাংশ, নেমেছে ৬ হাজার ৪৪৯ পয়েন্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, টানা ছুটির পর লেনদেনে ফেরার দিনে পুঁজিবাজারে দাম বেড়েছে মাত্র ১৯টির, কমেছে ১৬৭টির আর অপরিবর্তিত ছিল ১৮২টির, যেগুলোর বেশির ভাগই ফ্লোর প্রাইসে থাকায় আর কমার সুযোগ ছিল না।

সব খাতের প্রায় সব শেয়ারের দাম কমায় গত ৭ সেপ্টেম্বরের পর প্রধান এ বাজারের প্রধান সূচকটি আবার সাড়ে ছয় হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। সেদিন সূচকের অবস্থান ছিল ৬৫৪৭ পয়েন্ট।

চলতি বছরের জানুয়ারি থেকে একদিনে এর চেয়ে বড় পতন হয়েছিল ৭ মার্চ। সেদিন ডিএসইএক্সের পতন হয়েছিল ২.৭৪ শতাংশ। আগের দিনের ৬৬৩৮ পয়েন্ট থেকে ১৮২ পয়েন্ট কমে সূচক নেমেছিল ৬৪৫৬ পয়েন্টে।

আর গত ২৮ জুলাই দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস চালুর পর একদিনে এত বেশি সূচক কমেনি। এর মধ্যে গত ১০ অগাস্ট রিজার্ভ কমে যাওয়া, ডলারের উচ্চ মূল্য আর অর্থনীতি নিয়ে শঙ্কার খবরের প্রভাবে সেদিন ১.২৫ শতাংশ সূচক কমেছিল। আগের দিনের ৬২৫৮ পয়েন্ট থেকে ৮০ পয়েন্ট কমে ৬১৮০ পয়েন্টে নেমেছিল।

সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ওই বাজারের প্রধান সূচক সিএসসিএক্স ১৭০ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ কমে ১১ হাজার ৪১৯ পয়েন্ট নেমেছে। নির্বিচারে সব শেয়ারের দাম কমায় সূচকে বড় পতন হয়। তবে ডিএসইর মত এ বাজারেও লেনদেন বেড়ে

১৯ কোটি ৫৮ লাখ হয়েছে। আগের দিন যা ছিল ১৮ কোটি ৯১ লাখ টাকা।

এদিন প্রধান বাজার ডিএসইতে শুরুটা গত কয়েকদিনের মত ঊর্ধ্বমুখী ধারায় হলেও আধা ঘণ্টা পর থেকে সূচক কমতে থাকে। মাঝে একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এরপর লাগাতার প্রায় সব শেয়ার দর কমতে শুরু করলে পতন আরও ত্বরান্বিত হয়। এক পর্যায়ে ১৩০ পয়েন্টের বেশিও কমেছিল প্রধান সূচক। শেষ পর্যন্ত ডিএসইএক্স কমে ১১৯ পয়েন্ট।

Share if you like

Filter By Topic