Loading...
The Financial Express

দুবাই থেকে আসা টাকায় চাঙা বিএনপি: কাদের

| Updated: October 29, 2022 21:03:59


দুবাই থেকে আসা টাকায় চাঙা বিএনপি: কাদের

বিএনপির সমাবেশে জনসমাগম স্বতস্ফূর্ত বলে দলটির নেতারা বলে এলেও এর পেছনে অর্থযোগ রয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “ফখরুল এখন চাঙা হয়ে গেছে। টাকা পাচ্ছে তো। দুবাই থেকে টাকা আসতেছে। ফখরুল শুয়ে আছে টাকার বস্তার উপর। টাকারে টাকা! দুবাইয়ের টাকা। এই তো এল টাকা। ফখরুল মহাখুশি। টাকা পাইলেই বিএনপি খুশি। টাকা উড়ে আকাশে, বাতাসে। টাকা উড়ে পাড়ায়-মহল্লায়।”

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে মেলা মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন তিনি।

দুবাই থেকে কীভাবে অর্থ আসছে, সে বিষয়ে সরকার খোঁজ রাখছে বলেও জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

“আমরা খবর নিচ্ছি, কারা পাঠায়। খোঁজ পেয়েছি। ব্যবস্থা হবে।”

রংপুরে শনিবার বিএনপির সমাবেশের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সমাবেশে বেশি মানুষ হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কাদের বলেন, “রংপুরে রঙ্গের নাটক। তিন দিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রংপুরে এনে সব শোয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুয়ে আছে। মঞ্চের উপরে শুয়ে আছে। রংপুরে কত কইবেন? ৫০/৬০ হাজার?

“আওয়ামী লীগের ঢাকা জেলার সম্মেলনে কত লোক হয়েছে খবর নেন। রংপুরের ছবিও দেখুন, আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নাই। পলোগ্রাউন্ডে দেখাব। সেখানে ১০ লাখ লোকের সমাগম হবে। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাব।”

“খেলা হবে। আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে,” বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠবে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“তারা যদি ক্ষমতায় যেতে পারে, দেশ শুদ্ধ গিলে ফেলবে। সাবধান! বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি, বিএনপি থেকে সাবধান!”

তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেন কাদের।

“নির্বাচনে যাবেন না? যাবেন। গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলে দেখা যাবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্মেলনে বলেন, “বিএনপি বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেব না।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, “ঢাকা জেলার সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে।

“বিএনপি পাকিস্তানি ভাবধারার যড়যন্ত্র শুরু করেছে। এর আগে সংবিধানকে পদদলিত করেছে, সাম্প্রদায়িক সংঘাত করেছে বিএনপি-জামাত। তারা আন্দোলন সংগ্রামের নামে সন্ত্রাস করতে চায়। কোনো যড়যন্ত্র আমরা মেনে নেব না। সকল সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করব।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “বিএনপি নাকি মন্ত্রিপরিষদ গঠন করেছে, কিন্তু এটা কিভাবে করলো আমার জানা নেই। বিএনপি যতই লাফালাফি করুক, তাদের সঙ্গে জনগণ নেই। আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষ আছে।”

বিএনপিকে হুঁশিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেউ যদি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলব।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “এদেশের মানুষ শান্তি চায়, শিশুরাও শান্তি চায়,সেই পথেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

“সারাবিশ্বে একটা সংকট দেখা দিয়েছে। সেই তুলনায় বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে। তারপর মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। এ কষ্ট সাময়িক, তাই সাময়িক কষ্ট সকলে মিলে মোকাবিলা করতে হবে।”

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “ঢাকা জেলা থেকে ৫ আসন থেকেই ৫টা এমপি উপহার দেওয়া হবে শেখ হাসিনাকে।

“বিএনপি এখন বড় বড় কথা বলছে। তত্ত্বাবধায়ক সরকার না হলে নাকি নির্বাচনে আসবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বিএনপি নির্বাচনে আসতে চাইলে আসবে, না হয় আসবে না।”

Share if you like

Filter By Topic