Loading...
The Financial Express

তৃতীয় শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স

| Updated: December 19, 2022 10:45:29


তৃতীয় শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স

১৯৭৮ সালের পর ১৯৮৬ সালে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর আরও দুইবার ফাইনালে খেললেও বিশ্বকাপের সোনালী ট্রফি আর আর দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেনি তারা। ২০১৪ সালের পর তাদের সামনে আরেকটি সুযোগ জার্সিতে তৃতীয় তারকা লাগানোর।

লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের ফাইনাল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

১৯৯৮ সালের চ্যাম্পিয়ন নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি শিরোপার হাতছানি তাদের সামনে।

এখন পর্যন্ত দুটি করে শিরোপা জিতে সমতায় আছে ফুটবলের এই দুই পরাশক্তি। সময় এসেছে কোনো একটি দলের এগিয়ে যাওয়ার।

মেসির প্রথম না এমবাপের দ্বিতীয়

২০১৪ আসরে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছিল লিওনেল মেসির। ফাইনালে জার্মানির বিপক্ষে শেষ সময়ের গোলে হারতে হয়েছিল ১-০ গোলে। সেই ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্ব আসরে শেষটা রাঙিয়ে রাখার সুযোগ তার সামনে।

রাশিয়া আসরেই বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়ে গেছেন কিলিয়ান এমবাপে। ২৩ বছর বয়সে আরেকটি শিরোপার হাতছানি ফ্রান্সের এই ফরোয়ার্ডের সামনে।

Share if you like

Filter By Topic