Loading...
The Financial Express

তারল্য সঙ্কট নেই, কোনো ব্যাংক বন্ধ হবে না: কেন্দ্রীয় ব্যাংক

| Updated: November 14, 2022 17:02:03


তারল্য সঙ্কট নেই, কোনো ব্যাংক বন্ধ হবে না: কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক বন্ধ হয়ে যাবে উল্লেখ করে আমানত তুলে নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি যেসব পোস্ট প্রকাশ পেয়েছে, তাতে ‘ষড়যন্ত্র’ দেখছে বাংলাদেশ ব্যাংক।

রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে।”

কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এও বলা হয়, “বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সঙ্কট নেই।”

দেশে স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি উল্লেখ করে সংবাদমাধ্যমে পাঠানো ‘জরুরি বিজ্ঞপ্তি’তে বাংলাদেশ ব্যাংক বলেছে, “আশা করা যায় আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।”

Share if you like

Filter By Topic