Loading...
The Financial Express

তারপিনের ড্রাম বিস্ফোরণে উড়ে গেল রিকশাচালকের খুলি

| Updated: October 16, 2022 10:22:26


কুমিল্লার মনোহরগঞ্জ থানা।  ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুমিল্লার মনোহরগঞ্জ থানা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ওয়ার্কশপে একটি তারপিনের ড্রাম কাটার সময় সেটি বিস্ফোরিত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার লক্ষণপুর বাজারের মাদ্রাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে মনোহরগঞ্জ থানার ওসি মো.সফিউল আলম জানান।

নিহত রিকশাচালকের নাম মো.রুবেল মিয়া (৩০)। তিনি উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের পূর্বপাড়ার ওসমান গণির ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ব্যাটারিচালিত রিকশায় করে তারপিন তেলের খালি ড্রামটি লক্ষণপুর বাজারের মাদ্রাসা গেট এলাকার তাজুল ইসলামের ওয়ার্কশপে নিয়ে আসেন রুবেল। তারপর তিনি ওয়ার্কশপের কর্মচারীদের ড্রামের মুখটি কেটে দেওয়ার কথা বলেন।

ওয়ার্কশপের শ্রমিক মো. রাজু বৈদ্যুতিক যন্ত্র দিয় ড্রামটি কাটা শুরু করলে হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরিত ড্রামের একটি লোহার টুকরার আঘাতে রুবেলের মাথার খুলি উড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাজুসহ আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা অহিদ উল্লাহ জয় বলেন, ঘটনার সময় বিকট শব্দে পুরো বাজার এলাকা কেঁপে উঠে। অনেক দূরের মানুষও বিস্ফোরণের আওয়াজ শুনেছেন।

মনোহরগঞ্জের ওসি সফিউল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

“প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারপিন তেলের ড্রামের মুখ কাটার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি,” যোগ করেন ওসি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

Share if you like

Filter By Topic