Loading...
The Financial Express

ঢাকায় ৪০ মিনিটের জন্য মঞ্চ মাতাতে আসছেন নোরা ফাতেহি

| Updated: October 17, 2022 19:42:45


নোরা ফাতেহি নোরা ফাতেহি

একবার আসার ঘোষণা হয়েছিল, কিন্তু তা গিয়েছিল আটকে, এখন অন্য এক আয়োজনে ঢাকায় আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি।

 ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ এ অংশ নিতে ১৮ নভেম্বর ঢাকার একটি কনভেনশন সেন্টারে জমকালো মঞ্চে তিনি নাচবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

অনুষ্ঠানের আয়োজক ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা রোববার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।”

আয়োজকদের সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর রাতে ঢাকার মঞ্চে নোরা থাকবেন ৪০ মিনিট। সেদিন মঞ্চে থাকবেন দেশি তারকারাও। তবে পুরো তালিকা এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে এই নৃত্যশিল্পীর ঢাকায় আসার কথা ছিল আরেকটি অনুষ্ঠানে।  

মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার আয়োজনে সেই অনুষ্ঠানের মঞ্চে নাচার জন্য ডিসেম্বরে তার ঢাকায় আসার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় ‘ডলার সঙ্কটের কারণে’ নোরাকে আনার অনুমতি পাননি আয়োজকরা। সে অনুষ্ঠান পিছিয়ে ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে।

শাহজাহান ভূঁইয়া তখন বলেছিলেন, “নোরার সঙ্গে আমাদের চুক্তি হয়ে আছে। সরকার অনুমতি দেওয়া শুরু করলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করব।”

এরই মধ্যে ওমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে ঢাকায় আসার চুক্তি করলে নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিস পাঠান শাহজাহান ভূঁইয়া।

তবে সে ঝামেলা মিটে যাওয়ার খবর সংবাদ সম্মেলনে একসঙ্গে উপস্থিত হয়ে দেন শাহজাহান ভূঁইয়া ও মারিয়া মৃত্তিকা।

তারা বলেন, নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল, তার সমাধান হয়েছে। তার ঢাকা সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।

মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার। বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে এখন বেশ কদর তার।
এর মধ্যে কাতার বিশ্বকাপের ‘থিম’ গানে নোরা ফতেহির সংযুক্তি তার কদর আরও বাড়িয়েছে।  

Share if you like

Filter By Topic