ঢাকার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক হবে রাত ৮ টার মধ্যে: পলক


এফই অনলাইন ডেস্ক | Published: October 04, 2022 17:26:55 | Updated: October 04, 2022 20:12:30


ঢাকার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক হবে রাত ৮ টার মধ্যে: পলক

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক হবে।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি আরো জানান, চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক হবে রাত ৯ টার মধ্যে।

সঞ্চালন লাইনে বিভ্রাট দূর করা একটি জটিল প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর প্রকৌশলী ও কর্মীরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছেন।

তিনি জানান, আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

গুজব না ছড়িয়ে শহর অঞ্চলের বাসিন্দাদের একটু ধৈর্য ধরার অনুরোধ জানান এই প্রতিমন্ত্রী।

Share if you like