ড্রোন তৈরিতে রাশিয়াকে সহায়তা করবে ইরান


এফই অনলাইন ডেস্ক | Published: November 20, 2022 20:07:26 | Updated: November 21, 2022 17:03:42


ড্রোন তৈরিতে রাশিয়াকে সহায়তা করবে ইরান

ইউক্রেইন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন দিয়ে রুশ সেনারা কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন নগরীতে হামলা চালানোর পর এবার চালক বিহীন এই বিমান তৈরির জন্য তেহরানের সঙ্গে চুক্তি করেছে মস্কো। 

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার নতুন গোয়েন্দা তথ্যানুযায়ী,রাশিয়ার মাটিতেই শত শত ড্রোন তৈরি শুরু করতে এই চুক্তি হয়েছে। 

ইরানে নভেম্বরের শুরুর দিকে রুশ ও ইরানি কর্মকর্তারা এক বৈঠকে চুক্তি চূড়ান্ত করেছেন। কয়েক মাসের মধ্যেই উৎপাদন শুরুর জন্য এরই মধ্যে তোড়জোড়ও শুরু করেছে দু’দেশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

অবিলম্বে প্রয়োজিনীয় নকশা ও ড্রোন তৈরির মূল উপাদান স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট তিন কর্মকর্তা কয়েকটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। 

তারা বলছেন,ইরান এতদিন ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে এসেছে। এবার চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হলে তা রাশিয়া এবং ইরানের সখ্য আরও নিবিড় করবে। 

নিজেদের কারখানায় ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করার মধ্য দিয়ে রাশিয়া নাটকীয়ভাবে অপেক্ষাকৃত কম ব্যয়বহুল এবং অনেক বেশি ধ্বংসাত্মক এই অস্ত্রের মজুত নাটকীয়ভাবে বাড়াতে পারবে,যে অস্ত্র সম্প্রতি কয়েকসপ্তাহে ইউক্রেইন যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দিয়েছে।  

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইউক্রেইনে গত অগাস্ট থেকে রাশিয়া ইরানের তৈরি ৪০০ আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করেছে। এইসব ড্রোনের বেশিরভাগই বিদ্যুৎ প্রকল্পের মতো বেসামরিক অবকাঠামোর ওপর হামলায় ব্যবহার করা হয়েছে। 

Share if you like