Loading...
The Financial Express

ডিম পাহাড় থেকে ২০০ ফুট খাদে গাড়ি, হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তার পরিবার

| Updated: January 09, 2023 17:09:40


ডিম পাহাড় থেকে ২০০ ফুট খাদে গাড়ি, হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তার পরিবার

বান্দরবানের আলীকদম উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নীচের খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন।

রোববার সকালে কুয়াশার মধ্যে থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আলিকদম থানার ওসি মো. নাছির উদ্দিন সরকার জানান।

তিনি জানান, গাড়িটি পাহাড় থেকে প্রায় ২০০ ফুট গভীরে খাদে পড়ে যায়। গাড়িটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা ছিলেন।

তারা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ পরিচালক মো. নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও চালক নূর নবী (৪২)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওসি বলেন, তারা থানচি থেকে আলীকদম যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share if you like

Filter By Topic