বান্দরবানের আলীকদম উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নীচের খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন।
রোববার সকালে কুয়াশার মধ্যে থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আলিকদম থানার ওসি মো. নাছির উদ্দিন সরকার জানান।
তিনি জানান, গাড়িটি পাহাড় থেকে প্রায় ২০০ ফুট গভীরে খাদে পড়ে যায়। গাড়িটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা ছিলেন।
তারা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ পরিচালক মো. নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও চালক নূর নবী (৪২)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওসি বলেন, তারা থানচি থেকে আলীকদম যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।