Loading...
The Financial Express

ডান পা কাটতে হল ইত্যাদি’র আকবরের

| Updated: October 17, 2022 22:16:47


কণ্ঠশিল্পী আকবর আলী গাজীফাইল ছবি কণ্ঠশিল্পী আকবর আলী গাজীফাইল ছবি

কিডনি জটিলতাসহ নানা রোগে আক্রান্ত ‘ইত্যাদির’ গায়ক আকবর আলী গাজীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রোববার বিকালে অস্ত্রোপচার করে তার ডান পা কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্ত্রী কানিজ ফাতেমা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

কান্নাজড়িত কণ্ঠে আকবরের স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার পায়ে পচন ধরেছে। চিকিৎসকরা চেষ্টা করছিলেন পা বাঁচানোর জন্য। তবে পচন বেড়ে যাওয়ায় পা কেটে ফেলতে হয়েছে।” 

ঢাকার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন এখন আকবর। হাসপাতালটি আকবরের চিকিৎসার ব্যয় বহন করছে বলেও জানান আকবরের স্ত্রী। 

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলেছিল আকবরের চিকিৎসা।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আকবরের চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন আকবরের স্ত্রী। এর জন্য ধার-দেনা করার পাশাপাশি ঘরের আসবাবপত্রও বিক্রি করতে হয়েছে তাকে।

আকবরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ লাখ টাকার সঞ্চয়পত্র দেন, সেই অনুদানের অর্থ থেকে থেকে প্রতি মাসে ১৬ হাজার টাকা সুদ পান আকবর। সেই টাকাতেই এতদিন আকবরের চিকিৎসা চলেছে। এছাড়া ব্যক্তিগতভাবে কাছের মানুষরাও সহযোগিতা করেছেন।

ঢাকার মিরপুরে পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকেন আকবর। ২০০৩ সাল থেকেই ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। কিন্তু বছর পাঁচেক ধরে কিডনির সমস্যা বেড়ে যায়। তখন থেকে স্টেজ শো বাদ দিতে হয়েছে তাকে।

গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। প্রথাগত পদ্ধতিতে গান না শিখলেও আকবরের ভরাট কণ্ঠের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন তিনি।

২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে।

ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে। 

Share if you like

Filter By Topic