টেকনাফে উদ্ধার কোটি টাকার আইস ও ইয়াবা


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: January 02, 2023 12:14:29 | Updated: January 02, 2023 17:45:34


- ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাঁচ কোটি টাকার বেশি মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কর্নেল খালিদ বলেন, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন।

এ সময় তারা পুরাতন লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোটলা ফেলে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে মিয়ানমারের ভেতরে নাকফোরা এলাকায় পালিয়ে যায়।

পরে পাচারকারিদের ফেলে যাওয়া পোটলা তল্লাশি করে ১ কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা বলে এ বিজিবি কর্মকর্তার ভাষ্য।

তিনি বলেন, উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।

Share if you like