ঝিনাইদহে মায়ের ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা আটক


FE Team | Published: October 27, 2022 17:59:28 | Updated: October 27, 2022 20:46:31


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহে ভরণপোষণ না পেয়ে মায়ের করা মামলায় সরকারি কর্মকর্তা ছেলে ও ছেলের বৌকে গ্রেপ্তার করেছে পুলিশ।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।

গ্রেপ্তার সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। তার স্ত্রীর নাম রুমা খাতুন।

ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দীর্ঘদিন সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনকে ভরণপোষণ দেন না। কিছু বললে তিনি মাকে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিলেন। 

এ নিয়ে জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। সেই নির্দেশে বুধবার থানায় মামলা করা হয়। পরে রাতে ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের আদালত পরিদর্শক রবিউল ইসলাম খান জানান, বৃহস্পতিবার সাইফুল্লাহ ও রুমাকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন দিয়েছেন।

 

Share if you like