Loading...
The Financial Express

জামালপুরে মজুদ করা ২৭৫ বস্তা সার জব্দ

| Updated: September 09, 2022 19:17:09


জামালপুরে মজুদ করা ২৭৫ বস্তা সার জব্দ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাচারের জন্য মজুদ রাখা ২৭৫ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড়ের সোলাইমানের দোকান থেকে বৃহস্পতিবার গভীর রাতে সার ও কীটনাশক জব্দ করা হয় বলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান।

তিনি বলেন, গোপন খবরে কৃষি বিভাগ ও পুলিশ সোলাইমানের দোকানে অভিযান চালিয়ে পাচারের জন্য মজুদ করে রাখা ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি ও ১২ বস্তা টিএসপি সার ও অবৈধ কীটনাশক জব্দ করে।

“তবে অভিযানের সময় সোলাইমানকে পাওয়া যায়নি। সে বিভিন্ন জায়গায় থেকে সার মজুদ করে রাতের আঁধারে বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করে আসছিলো।”

সোলাইমান গোলারমোড় এলাকার মতিউর রহমানের ছেলে।

শাহাদুল বলেন, জব্দকরা সার ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে নায্যমূল্যে বিক্রি করা হবে। আর সার বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

কৃষকের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এ কৃষি কর্মকর্তা।

Share if you like

Filter By Topic