চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনজন পুলিশ সুপারকে অবসরে পাঠিয়েছে সরকার। তথ্য সচিব মকবুল হোসনকে অবসর পাঠানো নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিন এসপিকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন হল।
এই তিন এসপি হলেন- বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিয়া এবং ১৫ ব্যাচের কর্মকর্তা মীর্জা আব্দুল্লাহেল বাকী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মুহাম্মদ শহীদুল্ল্যাহ পুলিশ সদর দপ্তরের টিআর শাখায় কর্মরত। দেলোয়ার ও আবদুল্লাহেল বাকীর কর্মস্থল সিআইডি।
তাদের অবসরে পাঠানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে। তিনজনের জন্য আলাদা আলাদা প্রজ্ঞাপনে একই ভাষায় বলা হয়েছে- “সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো”।
চলতি বছর পুলিশের সর্বশেষ পদোন্নতিতে বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তারা এসপি হয়েছেন, ২৪ ব্যাচ থেকে অতিরিক্ত ডিআইজি হয়েছেন।
তবে ১২ ও ১৫ ব্যাচের এই তিন কর্মকর্তার পদোন্নতি দীর্ঘদিন ধরেই আটকে ছিল।
মেয়াদ পুর্ণ হওয়ার আগেই গত রোববার তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।