চাঁদাবাজির ঘটনায় ঢাবির একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি


FE Team | Published: February 13, 2023 15:23:53 | Updated: February 13, 2023 20:15:33


চাঁদাবাজির ঘটনায় ঢাবির একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

রাজধানীর বঙ্গবাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইমদাদুল হাসান সোহাগকে (সাধারণ সম্পাদক, অমর একুশে হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) তার স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।”

অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে মাজহারুল কবির শয়ন জানান, “কয়েকদিন আগে বঙ্গবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।"

গত ৩০ জানুয়ারি রাজধানীর বঙ্গবাজারে এক পানি ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি করেন ইমদাদুল হাসান সোহাগ। তাদের কথোপকথনের একটি অডিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে।

বঙ্গবাজারের ওই ব্যবসায়ী ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতা। নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চান না।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগ ওই ব্যবসায়ীকে গালিগালাজ করেন এবং কর্মী দিয়ে দোকান ভাঙচুর করারও হুমকি দেন।

Share if you like