Loading...
The Financial Express

চট্টগ্রামে মেট্রোরেল: সম্ভাব্যতা যাচাই ‘প্রায় শেষ’

| Updated: January 13, 2023 19:19:29


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

শিগগিরই চট্টগ্রামে মেট্রোরেলের নির্মাণ কাজের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি বলেন, বন্দরনগরীতে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ‘প্রায় শেষ’।

“ঢাকায় মেট্রোরেল কতটুকু আকর্ষণীয় হয়ে উঠেছে সেটা আপনারা দেখেছেন। চট্টগ্রামেও মেট্রোরেল হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট প্রায় শেষ। ৩১ জানুয়ারী আমি আসব, মেট্রোরেলের ফিজিবিলিটি শেষে পরবর্তী করণীয় ঠিক করব সেদিন। এখানকার নেতারা থাকবেন, সরকারের তথ্যমন্ত্রীও থাকবেন।”

চলতি বছরের ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) সভায় ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের নির্দেশ দেন। পরে চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি (সিআরসিসি)-১৯ ও ডব্লিউআইইটিসি জেভি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে।

সেই কাজ চলার মধ্যেই গত ২৮ ডিসেম্বর ঢাকার প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই বৈদ্যুতিক বাহন রাজধানীর গণপরিবহনে এক নতুন মাত্রা যোগ করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সরকার দেশের অর্থনৈতিক সঙ্কট ‘কাটিয়ে উঠছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে বলেন, “আমাদের নেত্রী প্রানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এখনও পরিস্থিতি স্থিতিশীল আছে। আমরা সঙ্কটকে সম্ভাবনায় রূপ দিতে যাচ্ছি। ক্রমেই রপ্তানি আয় বাড়ছে। আমাদের জিডিপি বাড়বে, চলমান অর্থনীতির ধারায় এমন বলিষ্ঠ আভাস আমরা পাচ্ছি।"

চট্টগ্রামের কর্ণফুলি টানেলের ৯৫ শতাংশ কাজ শেষ জানিয়ে মন্ত্রী বলেন, “এখন হচ্ছে শেষ মূহুর্তের কিছু কাজ। প্রায় ৯৫ ভাগ কাজ শেষ। কোনো দুর্ঘটনা যাতে না হয় সেজন্য টানেলে প্রবেশের পূর্বে যানবাহন স্ক্যান করা হবে। সেই স্ক্যনার বসানোর কাজ চলচ্ছে। এপ্রিলে বা মে মাসে আমরা সর্ব সাধারণের জন্য খুলে দিতে পারবে।"

১৬ জানুয়ারী বিএনপির বিক্ষোভ মিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, "সেদিন কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি না। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা সতর্ক পাহারায় থাকব।”

Share if you like

Filter By Topic