চট্টগ্রামের নুপুর মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রেল স্টেশনের বিপরীতে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। তবে বেলা সোয়া ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক সুমন বাবু ঘটনাস্থল থেকে জানান, যেখানে আগুন লেগেছে, সেখানে যেতে হয় সরু একটি গলি দিয়ে। স্থানীয়দের কাছে ওই এলাকা নুপুর মার্কেট বা পাখি গলি হিসেবে পরিচিত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওই গলিতে বেশিরভাগই জুতার দোকান। যে ভবনে আগুন লেগেছে, সেখানে জুতার গুদাম রয়েছে বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন।
আগুন লাগার পর সেখানে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যা দূর থেকেও দেখা যাচ্ছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে দিতে পারেনি।