টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রথমবারের মত হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান।
আজ করাচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের কাছে ৮ উইকেট হেরে হোয়াইটওয়াশের লজ্জা পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
শেষ টেস্ট জয়ের মঞ্চ তৃতীয় দিনেই তৈরি করে রেখেছিলো ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে আর মাত্র ৫৫ রান দরকার ছিলো ইংল্যান্ডের। খবর বাসস এর।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৬৭ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে ১৭ ওভারে ২ উইকেটে ১১২ রান করেছিলো ইংল্যান্ড। বেন ডাকেট ৫০ ও অধিনায়ক বেন স্টোকস ১০ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন ৩৮ মিনিট ও ৬৭ বল খেলে প্রয়োজনীয় ৫৫ রান তুলে ফেলেন ডাকেট ও স্টোকস। দলীয় ৯৭ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন তারা। তৃতীয় উইকেটে ৯০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রান তুলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ডাকেট-স্টোকস।
টার্গেট পেয়ে খেলতে নেমে ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকে ব্যাট হাতে ঝড় তোলা ডাকেট ৮২ রানে অপরাজিত থাকেন। ৭৮ বল খেলে ১২টি চার মারেন তিনি। ৩টি চারে ৪৩ বল খেলে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টোকস।
গত দিন ওপেনার জ্যাক ক্রলি ৪১ ও রেহান আহমেদ ১০ রান করে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের শিকার হন। এই ইনিংসে ৭৮ রানে ২ উইকেট নেন আবরার। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৩০৪ ও ২১৬ রান করে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৫৪ রান করে ইংল্যান্ড।