গাইবান্ধায় ৩ কেন্দ্রে ভোট স্থগিত


এফই অনলাইন ডেস্ক | Published: October 12, 2022 12:41:30


গাইবান্ধায় ৩ কেন্দ্রে ভোট স্থগিত

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগে তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, ‘জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজনের ভোট দেওয়ায় তিন কেন্দ্রে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার সকাল ৮টায় ভোট শুরুর পর সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় ও রামনগর উচ্চ বিদ্যালয় এবং ফুলছড়ি উপজেলার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে।

পরে নির্বাচন কমিশন ওই তিনি কেন্দ্রের ভোট স্থগিত করে দেয় বলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব জানান।

এই দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনী আসনের সবগুলো কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানো হয়েছে; ঢাকার নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সরাসরি ভোট কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গাইবান্ধা-৫ আসনে ভোটার আছেন মোট তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।

আওয়ামী লীগের মাহমুদ হাসান নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির (জাপা) এএইচএম গোলাম শহীদ লাঙ্গল মার্কা নিয়ে, বিকল্প ধারার জাহাঙ্গীর আলম কুলা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান আপেল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন।

এ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিয়ম অনুযায়ী এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Share if you like