দেশ ছেড়েছিলেন বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে। কিন্তু পারফরম্যান্সের ঘাটতিতে বাদ পড়ে গেছেন দল থেকে। তাই ১৫ দিনের মাথায় দেশে ফিরে এসেছেন সাব্বির রহমান। দেশে ফিরেই নতুন বিতর্কে জড়িয়ে গেছে তার নাম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরেন সাব্বির। এরপর সুযোগ পাওয়া চার ম্যাচে মাত্র ৮৬ স্ট্রাইক রেটে ৩১ রান করেন তিনি। তাকে খেলানো হয় ওপেনিংয়ে, যেটা তার নিজের পজিশন নয়। তিনে কিংবা মিডল অর্ডারে সুযোগ দেওয়া হয়নি তাকে।
তাই প্রাথমিকভাবে ডাক পেলেও শেষ মুহূর্তে মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গে সাব্বিরকেও বিশ্বকাপ দল থেকে বাদ দেয় বাংলাদেশ।
স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে শনিবার রাতে দেশে ফেরেন এই দুই ক্রিকেটার। পরদিন একটি জাতীয় দৈনিকে খবর বের হয়, বিশ্বকাপ দলে সুযোগ পেতে লবিং করেছিলেন সাব্বির। বিসিবির এক কর্মকর্তাকে নাকি অনেক অনুনয়-বিনয় করে ঢুকেছিলেন বিশ্বকাপগামী বহরে।
এই খবরের প্রতিক্রিয়া জানাতে রোববার রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন সাব্বির। যেখানে এই খবরকে ভিত্তিহীন ও অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।
“এসব কথা অযৌক্তিক। আমার খেলা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কথা বলতেই পারেন। এসব আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে, করবে। কিন্তু বাইরের বিষয় নিয়ে লেখা অগ্রহণযোগ্য। তাই বাধ্য হয়েই লাইভে আসা।”
“আজকে সকালে দেখলাম দেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম সমকাল লিখেছে আমি নাকি টিম ম্যানেজম্যান্টের কাকে ধরে দলে এসেছি। এমন করলে আমি তিন বছর দলের বাইরে থাকতাম না। তিন বছর আগেই দলে ঢুকে যেতাম।”
এসময় সাব্বির জানান, ব্যক্তি স্বাধীনতার ওপর আক্রমণ করায় ব্যবস্থা নেবেন তিনি।
“আমি ব্যবস্থা নেব সমকালের বিরুদ্ধে। এতদিন চুপ ছিলাম, কিছু বলা হয়নি। এখন একটা পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমার ব্যক্তি স্বাধীনতার ওপর আক্রমণ করা হয়েছে। তাই এখন ব্যবস্থা নেওয়া উচিত।”
বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ না হওয়ায় এবার দেশের ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের অভিযানে নামবেন সাব্বির। দেশে চলছে জাতীয় ক্রিকেট লিগের খেলা। আগামী ২৪ অক্টোবর মাঠে গড়াবে তৃতীয় রাউন্ড, সেখানে খেলতে আশাবাদী রাজশাহী বিভাগের এই ব্যাটসম্যান।
“দেশে এখন ন্যাশনাল লিগ হচ্ছে। আমি ইনশাআল্লাহ তৃতীয় রাউন্ড থেকে খেলব। চেষ্টা করব নিজেকে আবার গুছিয়ে ভালো খেলার জন্য। যে পর্যায়েই খেলি না কেন, ভালো কিছু করা, দেশকে ভালো কিছু দেওয়াই আমার লক্ষ্য।"