কোভিড টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর


এফই অনলাইন ডেস্ক   | Published: December 06, 2022 19:42:48 | Updated: December 07, 2022 16:37:58


কোভিড টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর

কোভিড টিকার বুস্টার ডোজ যারা নিয়েছেন, পরীক্ষামূলকভাবে আগামী ২০ ডিসেম্বর তাদের চতুর্থ ডোজ দেওয়া হবে। 

পরীক্ষামূলকভাবে এই টিকা দেওয়ার পর পর্যবেক্ষণ শেষে আগামী বছরের প্রথম দিন থেকেই ষাটোর্ধ্ব, সম্মুখযোদ্ধা ও একাধিক রোগে ভুগছে- এমন জনগোষ্ঠীকে এই ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদ্প্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের টিকা। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়া হবে।” 

বুস্টার ডোজ নিয়েছেন, এমন ব্যক্তি চতুর্থ ডোজ নিতে পারবেন। এসএমএসের মাধ্যমে আগের দিন নির্দিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে টিকা নেওয়ার কেন্দ্র। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

প্রাথমিকভাবে ঢাকার সাতটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। সেগুলো হল- সচিবালয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। 

পরীক্ষামূলক টিকা নেওয়া ব্যক্তিদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখার কথা জানিয়ে আহমেদুল কবীর বলেন, “যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে কোনো ধরনের জটিলতা দেখা না দিলে আমরা জানুয়ারির ১ তারিখ থেকে সারাদেশে সেকেন্ড বুস্টার ডোজ দেব।” 

চতুর্থ ডোজ টিকা দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “করোনাভাইরাসের টিকা নেওয়ার চার মাস পর থেকে শরীরে অ্যান্টিবডির মাত্রা কমতে থাকে। এছাড়া সম্প্রতি বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

কতজনকে চতুর্থ ডোজ দেওয়া হবে- এ প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “২ কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। চিকিৎসক, ফ্রন্টলাইন ওয়ার্কার, গর্ভবতী নারী, ষাটোর্ধ ব্যক্তি, ষাট বছরের কম বয়স কিন্তু নানা ধরনের কোমর্বিডিটি আছে তাদের টিকার আওতায় আনা হবে। সব মিলিয়ে সংখ্যাটা কম না।” 

সাড়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরের বছর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়।  

সবশেষ মঙ্গলবার পর্যন্ত ১৪ কোটি ৮৬ লাখ ৮৬ হাজারের বেশি প্রথম ডোজ, ১২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার দ্বিতীয় ডোজ এবং ৬ কোটি ২২ লাখ ৩২ হাজারের বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে। 

Share if you like