হোয়াইট হাউসের নির্দেশের পর যুক্তরা্ষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড সংক্রান্ত কয়েক হাজার গোপন নথি প্রথমবারের মতো অসম্পাদিত অবস্থায় প্রকাশিত হল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এই ১৩ হাজার ১৭৩টি দলিল অনলাইনে আসায় ওই হত্যাকাণ্ড সম্পর্কে সরকারের কাছে যা ছিল, তার ৯৭ শতাংশের বেশিই উন্মুক্ত হল, বলেছে হোয়াইট হাউস।
বিবিসি জানিয়েছে, এসব নথি থেকে চমকপ্রদ কিছু পাওয়া যাবে বলে আশা করা না হলেও হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানা যেতে পারে বলে ধারণা ইতিহাসবিদদের।
১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাস সফরকালে গুলিবিদ্ধ হয়ে মার যান কেনেডি।
১৯৯২ সালের এক মার্কিন আইনে ওই হত্যাকাণ্ড সম্পর্কিত সব তথ্য ২০১৭ সালের অক্টোবরের মধ্যে প্রকাশের কথা ছিল।
সর্বশেষ বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন অসম্পাদিত ১৩ হাজারের বেশি নথি প্রকাশের অনুমোদন দিয়ে নির্বাহী আদেশ জারি করেন।
সম্ভাব্য ‘শনাক্তযোগ্য ক্ষতি’ থেকে রক্ষায় আগামী বছরের জুন পর্যন্ত কিন্তু নথি গোপন রাখা হয়েছে, বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ জানিয়েছে, ৫১৫টি নথি সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে, আর ২ হাজার ৫৪৫টি নথির আংশিক গোপন থাকছে।
ওয়ারেন কমিশন নামে পরিচিত কেনেডি হত্যাকাণ্ড সংক্রান্ত ১৯৬৪ সালের মার্কিন তদন্তে একসময় সোভিয়েত ইউনিয়নে বাস করা লি হার্ভে অসওয়াল্ড নামে এক ব্যক্তিই টেক্সাসের ডালাসে সেসময়ের মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করেন বলে উঠে আসে।
গ্রেপ্তারের দুইদিন পর ডালাস পুলিশ সদরদপ্তরের বেইজমেন্টে নিহত হন।
কেনেডির মৃত্যু নানা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছিল। যদিও বৃহস্পতিবার সিআইএ বলেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে অসওয়াল্ড কখনোই যুক্ত ছিল না, আর এক ব্যক্তি একাই সাবেক প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। মার্কিন তদন্ত কর্মকর্তারা তার সম্পর্কিত কোনো তথ্য গোপন রাখেননি।