কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু


এফই অনলাইন ডেস্ক | Published: February 15, 2023 13:26:13


কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কানাডার টরন্টোতে মহাসড়কে দুর্ঘটনায় পড়ে তিন বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণ গেছে, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন।

অন্টারিও প্রাদেশিক পুলিশের (ওপিপি) বরাত দিয়ে সিবিসি নিউজ জানিয়েছে, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে সোমবার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ভেতর থেকে আরোহীদের বের করে হাসপাতালে পাঠায়।

অন্টারিও প্রাদেশিক পুলিশ এক টুইটে জানিয়েছে, ওই গাড়িতে থাকা চারজনই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় তারা টরন্টোতে থাকছিলেন।

নিহতদের মধ্যে একজন তরুণী এবং একজন তরুণ, দুজনেরেই বয়স ২০ বছর। আর অন্যজনের বয়স ১৭ বছর। আর আহত ২১ বছর বয়সী একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ তাদের কারো নাম প্রকাশ না করলেও পরিবারের সাথে যোগাযোগ করেছে বলে সিবিসি নিউজ জানিয়েছে।

দ্য ডেইলি প্রেস জানিয়েছে, আহত যে তরুণ হাসপাতালে চিকিৎসাধীন, তিনিই বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি চলছিল প্রচণ্ড গতিতে।

চারজনের মধ্যে পেছনে বসা দুজন ঘটনাস্থলেই মারা যান। সামনে চালকের পাশে বসা তরুণী মারা যান হাসপাতালে নেওয়ার পর।  

Share if you like