তিন মাসের ব্যবধানে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে আবারও শত শত মৃত জেলিফিশ ভেসে আসতে দেখা গেছে।
শুক্রবার সকাল থেকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে দরিয়ানগর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশ দেখা যায়।
খবর পেয়ে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের সমুদ্র বিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বেলা ১১টার দিকে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহা-পরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, “সৈকতের বিভিন্ন পয়েন্টের বালিয়াড়িতে অসংখ্য মৃত জেলিফিশ দেখা গেছে। ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেলেও জোয়ারের পানিতে জেলিফিশগুলো পুনরায় সমুদ্রের পানিতে ভেসে যায়। ভাটার সময় আবারও এসব মৃত জেলিফিশ উপকূলে ভেসে আসতে পারে।”
এসব জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে প্রাথমিক ধারণা সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের এ কর্মকর্তার।
তিনি বলেন, "যেসব মৃত জেলিফিশ ভেসে এসেছে তা হোয়াইট টাইপ জেলিফিশ। সাগরে যে সব জেলিফিশ রয়েছে, তার মধ্যে এটি খাদ্য হিসেবে বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। এই জেলিফিশটির অন্যতম বিচরণ ক্ষেত্র হচ্ছে বঙ্গপোসাগর। "
এ প্রজাতির জেলিফিশ প্রাণঘাতী না হলেও এর কর্ষিকা কারও সংস্পর্শে সামান্য জ্বালা-পোড়া হতে পারে বলে জানান মাহমুদ বেলাল।
ভেসে আসা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ল্যাবে নমুনা পরীক্ষার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে সমুদ্র বিজ্ঞানীরা কাজ করছেন।
এর আগে গত অগাস্ট মাসের শুরুতে দুই দফায় আরও অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল। এসব জেলিফিশ বিষাক্ত বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।