এসএসসি: ঢাকা বোর্ডে আরও ১০৯ জনের জিপিএ-৫


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: December 25, 2022 12:00:44 | Updated: December 25, 2022 17:08:34


এসএসসি: ঢাকা বোর্ডে আরও ১০৯ জনের জিপিএ-৫

এ বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডের ৭২১ জন পরীক্ষার্থীর ৭২৩টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। 

ফল চ্যালেঞ্জ করে এ বোর্ডে আরও ১০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ফেল করা ১০৯ জন শিক্ষার্থী পাস করেছেন। 

গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও সমমানের ফল প্রকাশ হয়। সারা দেশে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন পাস করার কথা বলা হয় সেদিন। আর জিপিএ-৫ পায় ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

চলতি বছর ঢাকা শিক্ষা বোর্ডের ৯০ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, আর বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৪ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে ঢাকা বোর্ডে। 

গত ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পেরেছে। 

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পুনর্নিরীক্ষার ফলে দেখা যায়, আগে অকৃতকার্য হওয়া ১২৬টি উত্তরপত্রের ফলাফল চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে পদার্থবিজ্ঞানে ২ জন এবং হিসাববিজ্ঞান, কৃষি শিক্ষা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিতে একজন করে মোট ৮ জন অকৃতকার্য শিক্ষার্থী ওই বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। 

সবমিলিয়ে বোর্ডের সামগ্রিক ফলাফলে এখন পাস করা শিক্ষার্থী বেড়েছে ১০৯ জন। এছাড়া ৪১৫টি উত্তরপত্রে ফলাফল বেড়ে জিপিএ-৫ হয়েছে। 

ফলাফল পুনর্নিরীক্ষায় সামগ্রিকভাবে এ বোর্ডে নতুন ১০৯ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে। 

Share if you like