জমি নিয়ে বিরোধের জেরে আশিয়ান গ্রুপের করা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী কাজী এরতেজা হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক এরতেজাকে বুধবার ঢাকার হাকিম আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান।
শুনানি শেষে মহানগর হাকিম মোশাররফ হোসেন একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এরতাজের পক্ষে তার আইনজীবী কাজী নজিবুল্লা হীরু রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন; শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।