Loading...
The Financial Express

একদিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

| Updated: October 02, 2022 15:22:53


একদিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে গত একদিনে ৬৩৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৫২৪ জন রোগী ভর্তি হয়েছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ৫১৮ জন ঢাকা শহরের। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন রোগী।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২,১৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১,৬৫৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৫০০ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। গত বছর এইডিশ মশাবাহী এ ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।

Share if you like

Filter By Topic