কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী শিবিরে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।
নিহত মোহাম্মদ রফিক ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকের কমিউনিটি নেতা (মাঝি)।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রফিক শিবিরের ভেতরে এক দোকানের সামনে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে বসে আলাপ করছিলেন। এ সময় ১০-১৫ জন অজ্ঞাত দুষ্কৃতকারী অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়।
পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, “কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনও নিশ্চিত নয়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”