Loading...
The Financial Express

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

| Updated: February 10, 2023 17:00:11


ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

ইন্দোনেশিয়ার পূর্বদিকের সর্বশেষ অঞ্চল পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি এক ভূমিকম্পে অন্তত চারজন নিহত ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা।

দক্ষিণপূর্ব এশীয় দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পাপুয়ার প্রদেশের রাজধানী জয়াপুরা থেকে এক কিলোমিটার দূরে, গভীরতা ছিল ১০ কিলোমিটার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভূমিকম্পে একটি ভবন ধসে তার ভেতর একটি ক্যাফেতে থাকা চারজনের মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন জয়াপুরার দুর্যোগ বিষয়ক সংস্থার প্রধান আসেপ খালিদ।

দুই-তিন সেকেন্ড ধরে হওয়া তীব্র কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে পোতাশ্রয় সংশ্লিষ্ট একটি ভবন ধসে সমুদ্রে পড়ে যাওয়া এবং শহরের একটি মল ও একটি হাসপাতালের ক্ষতি হতে হতে দেখা গেছে।

ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি।

বিএমকেজি বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে পাপুয়ায় এক হাজারের বেশি কম্পন রেকর্ড হয়েছে, বৃহস্পতিবারেরটি তার একটি।

এ বছরের ২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জয়াপুরার আশপাশে ১০৭৯টি ভূকম্পন হয়েছে, তার মধ্যে বাসিন্দারা টের পেয়েছেন ১৩২টি, বলেছেন বিএমকেজির প্রধান দ্বিকরিতা কর্ণবতী।

Share if you like

Filter By Topic