Loading...
The Financial Express

ইউক্রেইনকে ৩২০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে জি৭

| Updated: December 23, 2022 21:05:22


ইউক্রেইনকে ৩২০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে জি৭

বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি৭ ইউক্রেইনের জন্য আগামী বছর ৩ হাজার ২শ’ কোটি ডলারের বাজেট এবং আর্থিক সহায়তা দিচ্ছে। 

বৃহস্পতিবার জি৭ পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে একথা বলেছেন। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

মন্ত্রীরা বলেছেন, “আমরা ইউক্রেইনের আশু স্বল্প-মেয়াদি অর্থনৈতিক প্রয়োজন মেটাতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একইসঙ্গে অন্যান্য দাতাদেরকে যুদ্ধবিধ্বস্ত এই দেশটির জন্য তাদের অবদান বাড়ানোর তাগাদা দিচ্ছি।” 

ইউক্রেইনের জন্য জি৭ এর প্রতিশ্রুত ৩২শ’ কোটি ডলারের এই আর্থিক সহায়তার মধ্যে ১ হাজার ৯শ’ কোটি ডলার দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। 

পূরো তহবিলটি এখন ইউক্রেইনকে দেওয়া হয়েছে কিংবা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্যর মন্ত্রীরা।  

রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেইনকে সমর্থন-সহায়তা দেওয়া জি৭ এর অগ্রাধিকার বলে জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী। জার্মানি এবছর জি৭ এর পেসিডেন্ট পদে আছে। ২০২৩ সালে জি৭ এর প্রেসিডেন্ট হবে জাপান। 

Share if you like

Filter By Topic